Recents in Beach

বয়লার মাউন্টিংস ও এক্সেসরিজ কি?


বয়লার মাউন্টিংসঃ বয়লার মাউন্টিংস হচ্ছে বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।

বয়লার মাউন্টিস এর পাঁচটি নাম নিয়ে উল্লেখ করা হল... ক)ওয়াটার লেভেল ইন্ডিকেটর( Water level indicator)
খ) প্রেশার গেজ (Pressure Gauge)
গ) সেফটি ভাল্বস (Safety Valves)
ঘ) স্টপ ভাল্বস (Stop Valves)
ঙ) ফিডচেক ভাল্বস (Feed  check Valves)

বয়লার এক্সেসরিজ: বয়লার এক্সেসরিজ হচ্ছে এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়।
বয়লার এক্সেসরিজ এর পাঁচটি নাম নিয়ে উল্লেখ করা হল...
ক)ফিড পাম্প (Feed Pump)
খ) সুপার হিটার (Super heater)
গ) ইকোনােমাইজার (Economizer)
ঘ) এয়ার প্রি হিটার (Air Pre-heater)
ঙ) ড্রাফট (Draft)

Post a Comment

0 Comments