রিলে এমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস, যা বৈদ্যুতিক বর্তনীতে পূর্বনির্ধারিত কোন বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে সাড়া দেয় এবং প্রতিরক্ষার জন্য বর্তনীতে সংযুক্ত অন্যান্য রক্ষাপদ ডিভাইসগুলােকে কাজ করতে সাহায্য করে; যেমনঃ সার্কিট ব্রেকার সাকিটকে বিযুক্ত করে রক্ষা করে। বৈদ্যুতিক শর্তের পরিবর্তন বলতে সার্কিটের নির্ধারিত ভােল্টেজ, কারেন্ট, ফেজ, ফ্রিকুয়েন্সি, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহের দিক ইত্যাদির পরিবর্তনকে বুঝায়। রিলেকে সংক্ষেপে ইলেকট্রোম্যাগনেটও বলা হয়।
প্রকৃতপক্ষে, সাকিট ব্রেকার ও কারেন্ট ট্র্যান্সফরমার এর মধ্যস্থলে রিলে অবস্থান করে। সিস্টেমের প্রতিটি ক্রটির
দিকে সর্বদা রিলেকে সজাগ থাকতে হয় বিধায় ইহাকে 'অতন্দ্র প্রহরী’ বা ‘নীরব প্রহরী' বলা হয়ে থাকে।
রিলের গুণাগুণ ও বৈশিষ্ট্যঃ
১। অ্যাটাকটেড আর্মেচার টাইপ রিলেঃ ইহা এসি ও ডি-সি উভয় সরবরাহে দ্রুতভাবে কাজ করে। এর অপারেটিং স্পিড খুবই উচ্চমানের।
২। ইন্ডাকশন টাইপ রিলেঃ এর অপারেশন সেকেন্ডারি কয়েল নিয়ন্ত্রণ করা যায়। এ সময় কারেন্ট বৈশিষ্ট্য, ইনভার্স বৈশিষ্ট্যের। কারেন্ট বৃদ্ধি পেলে সময় কমে যায়।
৩৷ মুভিং কয়েল টাইপ ঝিলেঃ ইহা ডিসি-তে কাজ করে, তবে রেকটিফায়ার সহযােগে এসিতে কাজ করানাে যায়। কন্ট্রোল স্প্রীং অ্যাডজাস্ট করে এর বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়। এটি অপারেটিং টর্ক কারেন্টে সমানুপাতিক।
৪। থার্মাল রিলেঃ ইলেকট্রিক কারেন্টের থার্মাল ইফেক্ট কাজ করে। এটি সরাসরি তাপমাত্রা পরিমাপ করে না।
আনব্যালেন্স থ্রি- ফেজ কারেন্টে ইহা কাজ করে।
৫। ডিরেকশনাল রিলেঃ ডিরেকশনাল পাওয়ার, ডিরেকশনাল ওভারকারেন্ট, ডিরেকশনাল আর্থ ফন্ট রিলে এটির অন্তগর্ত। এর টক, অ্যাকটিভ পাওয়ারের সমানুপাতিক; আবার রিয়্যাকটিভ পাওয়ারের সমানুপাতিকও হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে অ্যাকটিভ ও রিয়্যাকটিভ উভয় পাওয়ারের সমানুপাতিক হতে পারে।
৬। আন্ডারভােন্টজ রিলেঃ ইহা এসি সার্কিটে ব্যবহৃত হয়। ইহা ইনভার্স বৈশিষ্ট্যের এবং ইন্সট্যানটেনিয়াস টাইপের।
২। ইন্ডাকশন টাইপ রিলেঃ এর অপারেশন সেকেন্ডারি কয়েল নিয়ন্ত্রণ করা যায়। এ সময় কারেন্ট বৈশিষ্ট্য, ইনভার্স বৈশিষ্ট্যের। কারেন্ট বৃদ্ধি পেলে সময় কমে যায়।
৩৷ মুভিং কয়েল টাইপ ঝিলেঃ ইহা ডিসি-তে কাজ করে, তবে রেকটিফায়ার সহযােগে এসিতে কাজ করানাে যায়। কন্ট্রোল স্প্রীং অ্যাডজাস্ট করে এর বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়। এটি অপারেটিং টর্ক কারেন্টে সমানুপাতিক।
৪। থার্মাল রিলেঃ ইলেকট্রিক কারেন্টের থার্মাল ইফেক্ট কাজ করে। এটি সরাসরি তাপমাত্রা পরিমাপ করে না।
আনব্যালেন্স থ্রি- ফেজ কারেন্টে ইহা কাজ করে।
৫। ডিরেকশনাল রিলেঃ ডিরেকশনাল পাওয়ার, ডিরেকশনাল ওভারকারেন্ট, ডিরেকশনাল আর্থ ফন্ট রিলে এটির অন্তগর্ত। এর টক, অ্যাকটিভ পাওয়ারের সমানুপাতিক; আবার রিয়্যাকটিভ পাওয়ারের সমানুপাতিকও হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে অ্যাকটিভ ও রিয়্যাকটিভ উভয় পাওয়ারের সমানুপাতিক হতে পারে।
৬। আন্ডারভােন্টজ রিলেঃ ইহা এসি সার্কিটে ব্যবহৃত হয়। ইহা ইনভার্স বৈশিষ্ট্যের এবং ইন্সট্যানটেনিয়াস টাইপের।
0 Comments
Thanks you for your valuable comment.