Recents in Beach

গীয়ারের প্রকারভেদ ও ব্যবহার


সচারাচর  ব্যবহৃত গিয়ার গুলো হলো--
১। স্পার গীয়ার (Spur Gear)
২। বেভেল গীয়ার (Bevel Gear)
৩। হেলিক্যাল গীয়ার (Helical Gear)
৪। স্পাইরাল  গীয়ার ( Spiral Gear)
৫। ওয়ার্ম গীয়ার (Worm Gear)
৬। র‍্যাক এন্ড পিনিয়ন গীয়ার ( Rack And Pinion Gear)

স্পার গীয়ারঃ সমান্তরাল এবং একই সমতলে অবস্থিত দু’টি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহন করতে যে গীয়ার ব্যবহার করা হয় তাকে স্পর গীয়ার বলে। এ গীয়ারের দাঁতগুলাে হুইলের অক্ষের সমান্তরাল থাকে! মটর গাড়ি, লেদ (Lathe) মেশিন, মিলিং (Milling) মেশিন, ক্রেন (Crane), মেটাল কাটিং মেশিন ইত্যাদির গীয়ার বক্সে (Gear Box) এটি ব্যবহৃত হয়।

বেভেল গীয়ারঃ অক্ষদ্বয় পরস্পরকে ছেদ করে এবং একই সমতলে অবস্থিত দু’টি শ্যাফটকে সংযােগ করতে বা শক্তি পরিবহন করাতে যে গীয়ার ব্যবহার করা হয় তাকে বেভেল গীয়ার বলে। ছিন্ন শীর্ষ কোণ (Truncated Cone) এর উপরিভাগে দাঁত উৎপন্ন হলে দাঁত গুলাে দেখতে যেমন নত দেখায়, এ জাতীয় গীয়ারের দাঁত গুলো তেমন দেখায়। এর শ্যাফট দু'টির অক্ষ একই তলে অথচ অসমান্তরাল (সাধারণতঃ ৯০° কোণে) থাকে অর্থাৎ অক্ষ দু'টিকে বর্ধিত করলে এটা পরস্পরকে ছেদ করে। ড্রিলিং,মিলিং, শেপিং ইত্যাদি মেশিনে লম্বা শ্যাফট হতে অনুভূমিক শ্যাফটে শক্তি পরিবহনে এ-জাতীয় গীয়ার ব্যবহৃত হয়।

হেলিক্যাল গীয়ারঃ  স্পার গীয়ারের দাঁতুগুলাে হুইলের অক্ষের সমান্তরালে না হয়ে যদি কিছু বাঁকা হয়, তবে তাকে হেলিক্যাল গীয়ার বলে। একই তলে যে কোন কৌণিক অবস্থানে অক্ষদ্বয় পরস্পরকে ছেদ না করিয়ে এমন দু’টি শ্যাফটে শক্তি পরিবহন করতে হেলিক্যাল গীয়ার ব্যবহার হয়। ডাবল হেলিক্যাল গীয়ারকে হেরিংবােন গীয়ার বলে। গীয়ারের ঘূর্ণনকালে শব্দ কমানাে এবং উত্তম পরিবহনের জন্য হেলিক্যাল গীয়ার ব্যবহার করা হয়। রােলিং মিল, ষ্টীম-টারবাইন ইত্যাদিতে হেলিক্যাল গীয়ার ব্যবহৃত হয়।

স্পাইরাল গীয়ারঃ অক্ষদ্বয় পরস্পর সমান্তরাল নয় এবং একই বিন্দুতে ছেদ করে না (Non-Parallel and non intersecting) এরূপ দু’টি শ্যাফটের মধ্যে শক্তি পরিবহন করতে স্পাইরাল বা স্কিউ (Skew) গীয়ার ব্যবহার করা হয়। স্পাইরাল গীয়ার অল্প শক্তি পরিবহনের উপযােগী। কারণ দাঁতগুলাে লাইন কনট্রাক্ট না হয়ে পয়েন্টে কন্ট্রাক্ট হয়।

ওয়ার্ম গীয়ারঃ যে গীয়ারের অক্ষদ্বয় পরস্পর ছেদ করে না অথচ সমকোণে অবস্থান করিয়ে এক শ্যাফট হতে অন্য শ্যাফটে ঘূর্ণন গতি কমিয়ে শক্তি সঞ্চালনে ব্যবহার করা হয় তাকে ওয়ার্ম গীয়ার বলে। এটা দেখতে স্ক্র থেডের মত দেখায়। ডিভাইভিং হেড, হােযেষ্টিং মেশিন, চেইন ড্রাইভ ইত্যাদিতে এ গীয়ার ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments