PLC কি: PLC এর
পূর্ণনাম Programmable Logic Controller ।
এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়।
এটি
এমন এক প্রকার ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ইনপুটে কোন প্রকার
সিগন্যাল পাওয়ার সাথে সাথে একটি ডিসিশন মেক করবে কাস্টম প্রোগ্রামের উপর ভিত্তি
করে আউটপুট কন্ট্রোল করবে।
পি এল সির উপাদান
তিনটি। যথা-
১।
পাওয়ার সাপ্লাই
২।
ইনপুট ও
৩।
আউটপুট
পাওয়ার সাপ্লাই: পিএলসিকে একটিভ করার জন্য অবশ্যই একটি পাওয়ার
প্রয়োজন। পাওয়ার সাপ্লাই এর কাজ মূলত ইনপুট, সিপিইউ এবং আউটপুটকে প্রয়োজনীয়
বিদ্যুৎ সরবরাহ করা। এতে অবশ্যই আর্থিং থাকতে হবে। আর্থিং না থাকলে প্রোগ্রাম
ঠিকমত রান নাও হতে পারে। এমন কি প্রোগ্রাম ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ইনপুট: এখানে বিভিন্ন প্রকার ইনফরমেশন প্রদান করা হয়ে থাকে। ইনপুট ডিভাইসে
প্রাপ্ত তথ্যকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়।
ইনপুট
সাধারণত বিভিন্ন প্রকার সুইচ, সেন্সর, তাপমাত্রা, ইনফরমশন, ভেরিয়েবল, ভোল্টেজ
ইত্যাদি ইনফরমেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে পাঠায়।
সেন্ট্রাল প্রসেসিং
ইউনিট:
ইনপুট হতে আগত তথ্যগুলোকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো
হয়ে থাকে। এছাড়া ইনপুট ডিভাইরে প্রাপ্ত তথ্যের সাথে সিপিইউ ডায়াগ্রাম অনুযায়ী
নিজস্ব কিছু তথ্য সংযোগ হতে পারে।
আউটপুট:সেন্ট্রাল প্রসেসিং থেকে আগত তথ্যকে রিলে সুইচের
মাধ্যমে মেশিনে পাঠানো হয়ে থাকে ও মেশিন সেই অনুযায়ী কাজ করে।
মেশিনের
সেন্সরসহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে পুনরায় ইনপুটে তথ্যপ্রদান করে থাকে এবং এইভাবে
চক্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে।
পিএলসির সুবিধা:
১। আকারে ছোট হয় ফলে ইন্ডাষ্টিতে কন্ট্রোল
করতে জায়গা কম লাগে।
২।
কম্পিউটারের সাথে Plant এর communication
করা যায়।
৩।
এনার্জি সেভ করে।
৪।
জটিল কন্ট্রোলসিস্টেম ডিজাইন করতে তুলনামূলক ভাবে খরচ কম লাগে।
৫।
কাজ অনেক নিখুঁত হয় ফলে উৎপাদনও বেশি হয়।
৬।
পিএলসির প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের তুলনায় তুলনামূলকভাবে সহজ।
পিএলসির অসুবিধা:
১।
সিস্টেম বা প্রোগ্রাম জনিত ত্রুটি হলে নতুন কারো পক্ষে খুজে বের করা কঠিন।
২।
ছোট এবং সহজ সার্কিট ডিজাইন করতে তুলনামূলকভাবে খরচ বেশি লাগে।
পিএলসির
প্রয়োগক্ষেত্র:
- Textile Industry
- Spinning
- Biomedical Industry
- Pharmaceutical
- Chemical
- Cement Factory
- Home Automation
- Food Factory
- Robots Manufacturing
& controlling etc.
কিছু পরিচিত পিএলসির তালিকা নিচে দেওয়া হল-
১। ডেল্টা পিএলসি (Delta )
২। এলেন ব্র্যাডলি (Allen Bradley)
৩। ফুজি (Fuzzi)
৪। পেনাসনিক (Panasonic)
৫। ওমরন (Omron)
৬। তোশিবা (Toshiba)
৭। সিমেন্স (Simens)
৮। ফাটেক (Fatek)
৯। এল এস (LS)
১০। স্নাইডার (Schneider)
0 Comments
Thanks you for your valuable comment.