প্যাসকেলের সূত্রঃ আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয়
পদার্থের কোনাে অংশের উপর বাইরে থেকে চাপ
প্রয়ােগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা
বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়
এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে
লম্বভাবে ক্রিয়া করে।
বলবৃদ্ধিকরণ নীতিঃ
আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর
পিস্টন দ্বারা কোনাে বল প্রয়ােগ করলে এর বৃহত্তম
পিস্টন সেই বলের বহুগুন বেশি বল প্রযুক্ত হতে
পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।
প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাঃ
0 Comments
Thanks you for your valuable comment.