Recents in Beach

প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাঃ


প্যাসকেলের সূত্রঃ আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয়
পদার্থের কোনাে অংশের উপর বাইরে থেকে চাপ
প্রয়ােগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা
বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়
এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে
লম্বভাবে ক্রিয়া করে।

বলবৃদ্ধিকরণ নীতিঃ
আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর
পিস্টন দ্বারা কোনাে বল প্রয়ােগ করলে এর বৃহত্তম
পিস্টন সেই বলের বহুগুন বেশি বল প্রযুক্ত হতে
পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।

প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাঃ


Post a Comment

0 Comments