Recents in Beach

রিলে রক্ষণাবেক্ষণের বিবেচ্য বিষয়সমূহ


প্রটেকটিভ রিলের পারফরম্যান্স, রিলে রক্ষণাবেক্ষণের উপর যথেষ্ট নির্ভর করে। রিলের সেনসিটিভিটি,
রক্ষণাবেক্ষণে সাধারণত নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত করা হয় ?
(ক) রুটিন মেইনটেনেন্সঃ
১। নিয়মিত ইন্সপেকশন এবং রিলে কন্টাক্ট এর পােড়া দাগ থাকলে সেটির পরিবর্তন করা।
২। বহিস্থঃ কোন পদার্থ (ধুলাবালি, ধাতব টুকরা ইত্যাদি) থাকলে তা অপসারণ করা।
৩। বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট চেকিং করা।
৪। ম্যানুয়াল কন্টাক্ট ক্লোজিং করে ব্রেকার ট্রিপ করে কিনা লক্ষ করা।
৫। স্ক্রু গুলাে যথেষ্ট টাইট আছে কিনা, তা চেক করা।
৬। কভার পরিষ্কার করা।
৭। মেইনটেন্যান্স টেস্ট করা।

(খ) মেইনটেন্যান্স সিডিউল।
১। পাইলট অয়্যার সুপারভিশন করা।
২। টিপ সার্কিট সুপারভিশন করা।
৩। রিলে ভােল্টেজ সুপারভিশন করা।
৪। ব্যাটারির আর্থ ফন্ট সুপারভিশন করা।
৫। সিটি সার্কিট সুপারভিশন করা।
৬। রিলে প্রাগ ইন্সপেকশন করা
৭। ইন্টার ট্রিপিং সার্কিট টেস্ট করা।
৮। ট্রিপিং টেস্ট করা।

(গ) পিরিওডিক রিলে মেইনটেন্যান্স টেস্টঃ
১। কন্টাক্ট ফাংশন টেস্ট করা।
২। পিক আপ টেষ্ট করা।
৩। ড্রপ আউট বা রিসেট টেস্ট করা।

প্রটেকটিভ রিলের গুণাবলীঃ
১। সিলেকটিভিটি, ডিসক্রিমিনেশন (Selectivity. discrimination)
২। স্পিড, টাইম
৩। সেনসিটিভিটি, পাওয়ার কনজাম্পশন (Sensitivity. power consumption)
৪। স্ট্যাবিলিটি (Stability)
৫। রিলায়্যাবিলিটি (Reliability)
৬। সিমপ্লিসিটি (Simplity)
৭। ইকোনমি (Economy)।

রিলের সম্ভাব্য ত্রুটিসমূহঃ
১। টাইমিং এলিমেন্টের ক্রটি
২। প্রাজার টাইপ রিলের প্লঞ্জার জাম হওয়া
৩। রিলে কন্টাই মরিচা ধরা বা মরিচা পড়া
৪। ইন্ডাকশন টাইপ রিলের ডিস্কের স্থানচ্যুতি
৫। ইন্ডাকশন রিলের চুম্বকের স্থানচ্যুতি
 ৬। রিলে এবং সি টি'র সংযােগকারী বর্তনী বিচ্ছিন্ন হওয়া
৭। টিপ সার্কিটের ব্যাটারি ডিসচার্জ হওয়া
৮। টিপ সার্কিট ওপেন হওয়া
৯। ভােল্টেজ কয়েল সার্কিট ওপেন হওয়া
১০। সার্কিট ব্রেকার কন্টাক্ট ক্লোজ হওয়া সত্বেও অক্সিলারী বা প্লেট সুইচ ওপেন না হওয়া।

Post a Comment

0 Comments