যখনই কোন লাে- ভােল্টেজ লাইনে অথবা রেসিডেনসিয়াল কার্যে মেরামত বা মেইনটেন্যান্স করা হয়, তখনই কোন ইলেকট্রিশিয়ান মেইন সুইচ অফ করে দিয়ে সুইচ এর ফিউজ ব্রিজ খুলে নিজের পকেটে রেখে কাজ কর্মে নিশ্চয়তা বােধ করে এবং এটাই নিয়ম। এতে অধিকতর নিরাপত্তা বজায় থাকে। কারণ, ভুলবশত কেউ মেইন সুইচ অন করে দিলে লাইনে কার্যরত অপারেটরের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনি হাই টেনশন লাইন এর ফন্ট সারানাের সময় বা মেইনটেন্যান্সের সময় সার্কিট ব্রেকার অপারেট করানাের পরেও আইসােলেটর দ্বারা লাইনকে সম্পূর্ণরূপে বিযুক্ত করে।
একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান অধিকতর নিশ্চিত মনে কাজ করতে পারে। অনেক সময় ভুলবশত সাকিট ব্রেকার। অন হয়ে যেতে পারে। কারণ, ইহা প্রায়ই রিমােট কন্ট্রোল টাইপ হয়ে থাকে। কিন্তু নির্দিষ্ট স্থানে ব্যক্তিবিশেষ না গিয়ে আইসােলেটর অন বা অফ করতে পারে না। এ ছাড়া সার্কিট ব্রেকারকে মেইনটেন্যান্স বা মেরামত করার জন্য এর উভয় পার্শ্বে আইসােলেটর লাগানাে থাকলে সহজে আইসােলেটর খুলে সার্কিট ব্রেকারকে মেরামতের জন্য বাহিরে আনা যায়।
কাজেই অপারেটর বা ইলেকট্রিশিয়ানদের অধিক নিশ্চয়তার মধ্যে কাজ করার জন্য সিস্টেমে সার্কিট ব্রেকার লাগানাে সত্ত্বেও আইসােলেটর লাগানাে হয়।
একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান অধিকতর নিশ্চিত মনে কাজ করতে পারে। অনেক সময় ভুলবশত সাকিট ব্রেকার। অন হয়ে যেতে পারে। কারণ, ইহা প্রায়ই রিমােট কন্ট্রোল টাইপ হয়ে থাকে। কিন্তু নির্দিষ্ট স্থানে ব্যক্তিবিশেষ না গিয়ে আইসােলেটর অন বা অফ করতে পারে না। এ ছাড়া সার্কিট ব্রেকারকে মেইনটেন্যান্স বা মেরামত করার জন্য এর উভয় পার্শ্বে আইসােলেটর লাগানাে থাকলে সহজে আইসােলেটর খুলে সার্কিট ব্রেকারকে মেরামতের জন্য বাহিরে আনা যায়।
কাজেই অপারেটর বা ইলেকট্রিশিয়ানদের অধিক নিশ্চয়তার মধ্যে কাজ করার জন্য সিস্টেমে সার্কিট ব্রেকার লাগানাে সত্ত্বেও আইসােলেটর লাগানাে হয়।
0 Comments
Thanks you for your valuable comment.