ওহমের সূত্রের ইতিহাস: ১৮২৬ খৃষ্টাব্দে জার্মান বিজ্ঞানী ড: জর্জ সাইমন ওহম
সর্ব প্রথম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যেকার সম্পর্ক নির্ণয় করেন।
এই সম্পর্কটি “ওহমের সূত্র” (Ohm’s
Law)নামে
পরিচিত।এই সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ বিদ্যুৎ প্রযুক্তিতে এটা আদি বা
মূল সূত্র।এজন্য বলা হয়, Ohm’s Law is the mother of all laws.
ওহমের সূত্র (Ohm’
law):কোন পরিবাহির মধ্যদিয়ে সুষম
উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির দুই প্রান্তের বিভব (ভোল্টেজ )পার্থক্যের
সমানুপাতিক।
ওহমর সূত্রের ব্যাখ্যা:-
মনে
করি,ab একটি পরিবাহি Va ও Vb যথাক্রমে a ও b প্রান্তের ভোল্টেজ এবং I উক্ত পরিবাহি দিয়ে প্রবাহিত কারেন্ট। ওহমের
সূত্রানুযায়ী,
একে
নিম্নলিখিত ভাবেও প্রকাশ করা যায়-
V=IR
এখানে R একটি ধ্রুব এবং পরিবাহির রেজিস্ট্যান্স, যা পরিবাহির
আকার-আকৃতি, তাপমাত্রা এবং পদার্থের উপর নির্ভরশীল।
এই সম্পর্ক হতে ওহমের সূত্রটি এভাবে বলা যায় যে, কোন পরিবাহির ভিতর দিয়ে স্থির তাপমাত্রায়
প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির দু’পান্তের ভোল্টজ পার্থক্যের
সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক।
ওহমের সূত্রের সীমাবদ্ধতা:-
১। ইহা শুধুমাত্র ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে
প্রযোজ্য।
২। তাপমাত্রা অবশ্যই স্থির থাকতে হবে।
৩। পদার্থের গুণাবলি অপরিবর্তিত থাকেতে হবে।
0 Comments
Thanks you for your valuable comment.