ফিউজ: ফিউজ একটি
স্বল্পদৈঘ্যের সরু ও কম গলনাঙ্কবিশিষ্ট পরিবাহী তার, যা বৈদ্যুতিক বর্তনীতে
সংযুক্ত থেকে কোন নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল ধরে বহন করতে পারে।
কিন্তু নির্ধারিত মানের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলেই নিজে গলে গিয়ে বর্তনীর
ত্রুটিপূর্ণ অংশকে উৎস হতে বিচ্ছিন্ন করে দেয়।
ফিউজের প্রকারভেদ: ফিউজ প্রধানত দুই প্রকার। যথা:-
১। Low voltage fuses
২। High voltage fuses
Fusing Factor: ফিউজের মিনিমাম
ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং অব ফিউজ এর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর বলে।
High Rupturing Capacity (HRC) Fuse:- হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ এক বিশেষ ধরনের কাট্রিজ
ফিউজ। এর বহিরাবরণ এমন এক সিরামিক বস্তুর সাহায্যে তৈরী, যার ভিতর দিয়ে তাপ সহজে
চলাচল করতে পারে না। আর উষ্ণতার পরিবর্তন ঘটলেও এর আয়তনের কোন পরিবর্তন হয়
না। ভিতরে যথেষ্ট চাপ সৃষ্টি হলেও এ আবরন
তা সহ্য করতে পারে।
সাধারণত রুপার তার ফিউজ তার হিসেবে
ব্যবহার করা হয়। এ তারের চারপাশে আবরনের ভিতরের সমস্ত অংশ কোয়ার্টজ পাউডার দিয়ে
পূর্ণ করা থাকে যাতে ফিউজ তার গলে যাওয়ার সময় ফিউজের কন্টাক্টের ভিতর যে বৈদ্যুতিক
আর্ক উপন্ন হয়, তা যেন তাড়াতাড়ি নির্বাপিত হয়।
0 Comments
Thanks you for your valuable comment.